অনেকেই মনে করেন 🥳 F 35 শুধু অভ্যন্তরীণ অস্ত্র বহন করে থাকে। কিন্তু এতে External weapon বহন করার সক্ষমতাও দেওয়া হয়েছে যাকে F 35 এর A variantও বলা হয় যা US Air Force ব্যাবহার করে থাকে। অনেকে আবার মজা করে একে "The beast mode"ও বলে থাকেন। 🤨 আসুন দেখে নিই কারা কোন ভ্যারিয়েন্ট ব্যাবহার করেঃ A Variant: মূলত বিমান বাহিনী ব্যাবহার করে। 🛩 B variant: Marine corps এর জন্য। মূলত গ্রাউন্ড সাপোর্ট ও যুদ্ধক্ষেত্রে মেরিন সেনাদের সাহায্যে ব্যাবহৃত। 👮 C variant: সম্প্রতি এই ভ্যারিয়েন্ট চুড়ান্ত ফ্লাইট সম্পন্ন করেছে। একে মূলত ক্যারিয়ারগুলোতে ব্যাবহার করা হবে US Navy'র জন্য। ⚓ বর্তমানে প্রতিটি F 35 এর মূল্য ৮৯.২ মিলিয়ন মার্কিন ডলার কিন্তু তারা চাইছে একে ২০২০ এর মধ্যেই ৮০ মিলিয়নের নিচে নামিয়ে আনবে। 💸 পোস্টে সংযুক্ত ছবি দেখে নিতে পারেন Author: Md Zobaidur Rahman Source & Photos: Internet