Skip to main content

Posts

Showing posts from February, 2019

HISTORY: The Krummlauf বা "বাঁকানো ব্যারেল" অস্ত্র

The Krummlauf  হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির তৈরি করা একটি অস্ত্র যাকে অনুবাদ করলে "Curved barrel" বা "বাঁকানো ব্যারেল" হয়। ১৯৪৩ সালে একে নিয়ে গবেষণা শুরু হয়। জার্মানি একে প্রথমে যান ও ট্যাংকের ভিতরে থাকা অবস্থায় যাতে নিরাপদে শত্রুকে হামলা করা যায় তার জন্য প্রস্তুত করা হয়েছিলো। এতে পেরিস্কোপ যুক্ত ছিলো। সন্তোষজনক ফলাফল পাওয়ায় তারা এই অস্ত্র পদাতিক সেনাদলে যুক্ত করেছিল যাতে শহুরে এলাকায় সোভিয়েত সেনাদের বিরুদ্ধে ব্যাবহার করা যায়।  প্রথমে  Kar 98k  তে ব্যাবহার করা হলেও পরে এই প্রযুক্তি  STG 44, MP 43  সহ আরো অনেক অস্ত্রে ব্যাবহার করা হয়। ৯০° ও ৩০° দুইরকম কোণের সংস্করণ তৈরি হয়। ৩০° সংস্করণটিকে Vorsatz- J বলা হয় যাতে পেরিস্কোপ যুক্ত ছিলো এবং পদাতিক সেনাদলের জন্য ব্যাবহৃত হত। ৯০° সংস্করণটিকে Vorsatz- P বলা হয়, যা ট্যাংক ও সাজোয়া যানে ব্যাবহৃত হত। তবে সমস্যাটি ছিলো এর স্থায়িত্ব নিয়ে। এর আকারের জন্য সহজেই গরম হয়ে যেত ও গড়ে মাত্র ৩০০ রাউন্ড লাইফস্প্যান ছিলো। তাছাড়া এর মাঝে মাঝে গুলি শটগানের মত বিক্ষিপ্ত অবস্থায় বেরিয়ে আসতো। ১৯৪৩ সালে সার্ভিসে আসার জন্য এক