Skip to main content

Posts

Showing posts from April, 2019

🇨🇳 পৃথিবীর প্রথম "উভচর ড্রোন বোট" ( Amphibious Drone Boat)

চীন 🇨🇳  তাদের প্রযুক্তি প্রদর্শনীতে পৃথিবীর প্রথম "উভচর ড্রোন বোট" ( Amphibious Drone Boat) উন্মোচিত করলো। এর নাম দেয়া হয়েছে "MARINE LIZARD"। চীন শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি করপোরেশন (CSIC) একে তৈরি করেছে। ২০১৯ এর ৮ এপ্রিল এটি সবধরনের পরীক্ষা সম্পন্ন করে। (ক্যামোফ্লাজ দেখে Mine craft এর কথা মনে পড়ে গেল)  🤭 😆 😆 এটি একটি মনুষ্যবিহীন যান। অর্থাৎ এতে চালক নিরাপদ স্থানে থেকেই পরিচালনা কর ‍ তে পারেন। মূলত, সাগর থেকে উপকূলে হামলা করাটা সৈন্যদের জন্য বিপদজনক বলেই একে তৈরি করা। তাছাড়া উপকূল পাহারার কাজও করবে। ভূমিতে চলার জন্য এর নিচে লুকোনো চাকা রয়েছে যা অনেকটা ট্যাংকের মত। * দৈর্ঘ্য ১২ মিটার। * অপারেশনাল রেঞ্জ ১২০০ কি.মি.। * পানিতে সর্বোচ্চ গতি ৫০ Knots বা ৯৩ কি.মি.। * ভূমিতে সর্বোচ্চ গতি ২০ কি.মি.। কিন্তু বড় Track ব্যাবহার করে এর গতি বৃদ্ধি করা যাবে বলে কম্পানিটির দাবি। * Electro Optical system ও রাডার যুক্ত রয়েছে। * এক কর্মকর্তার বরাতে, এতে দুটি মেশিনগান ও একটি ভার্টিকাল লঞ্চিং সিস্টেম যাতে এন্টি শিপ ও এন্টি এয়ারক্রাফট মিসাইল ব্যাবহার করা যায়। # ...