Skip to main content

Posts

Showing posts from July, 2019

HISTORY: আফগানিস্তানে সোভিয়েত সেনা

আফগানিস্তানে ১৯৭৯ সালে ডিসেম্বরের দিকে দলে দলে সোভিয়েত সেনা ঢুকতে থাকে। ২৪ - ২৬ ডিসেম্বর , এ দুদিনে প্রায় ২০০ বিমান সেনা পরিবহনের কাজে নিয়োজিত হয়। Soviet Tank তাদের লক্ষ্য ছিলো আফগানিস্তানে সোভিয়েত সমর্থিত কমুনিস্ট সরকারকে রক্ষা করা। তাদের প্রতিশ্রুতি অনুযায়ী, সোভিয়েত সেনারা ৬ মাস অবস্থান করবে বললেও তা রক্ষা করা হয়নি। এক সোভিয়েত সেনা কর্মকর্তা বললেন, আমরা যেভাবে যুদ্ধ করছি, তাতে আমাদের নাতি- নাতনিদের প্রজন্মকেও এ যুদ্ধ চালিয়ে যেতে হবে। স্কার্ট পরা আফগান মেয়ে, ১৯৭৯ সাল যুদ্ধের অবস্থা খুবই করুন ছিলো। এক উর্ধতন কর্মকর্তার বরাতে, প্রতি চার সোভিয়েত সেনার একজন হয় নিজেদের ভুলে কিংবা গুলিতে মারা যেত না হয় আত্নহত্যা করতো। তিনি একটি কথা উল্লেখ করেন, এক কমবয়সী সেনা তার অস্ত্র রেখে নিখোঁজ হয়। যাওয়ার আগে সাথে কিছু গ্রেনেড নিয়ে যায়। পরে তার ছিন্নভিন্ন লাশ ও তার লেখা একটি নোট পাওয়া যায়, যেখানে সে লিখে, "আমার মত কাপুরুষের বেঁচে থাকার কোন অধিকার নেই। আমার মাকে বলবেন আমি বীরত্বের সাথে লড়াই করেছি।" সেই কর্মকর্তা এখনও এই ঘটনা মনে রেখেছেন। তাছাড়া প্রায়ই সোভিয়েত পাইলটরাও মদ খেয়ে