আজ আলোচনা হবে যে যাদের জন্য ফ্যামিলি রিইউনিয়ন/ স্পাউস ভিসা পেতে জার্মান ভাষার প্রয়োজন হবে না। কারণ, ব্যাপারটা অনেকসময়ই সমস্যার/ দ্বন্দের সৃষ্টি করে। প্রথমেই বলে নিই, আমার সব তথ্য German Embassy Dhaka থেকে নেওয়া। কোনো ভুল্ভ্রান্তি হলে কমেন্টে জানান। মে ২০২০ অনুসারে, ঢাকায় জার্মান এমব্যাসি শুধুমাত্র Goethe institut Bangladesh থেকে ইস্যুকৃত সনদ ভিসা প্রক্রিয়ায় গ্রহণ করে থাকে। স্পাউস/ ফ্যামিলি রিইউনিয়ন ভিসা পেতে প্রার্থীকে Start Deutsche A1 (যাকে আমরা German A1 নামে চিনি) সম্পন্ন করতে হয়। তবে কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যায়। সাধারণত যে সব আবেদনকারীর শারীরিক অসুস্থতা, প্রতিবন্ধকতা অথবা মানসিক সমস্যা রয়েছে যা তার ভাষার জ্ঞান অর্জনের অন্তরায়। এসব ক্ষেত্রে তাকে যথোপযুক্ত প্রমাণ অথবা মেডিকেল সার্টিফিকেট প্রদর্শণ করতে হবে। এই চার ধাপ তাদের জন্য যারা জার্মানিতে যাওয়ার পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেনঃ ১. যাদের স্পাউস দক্ষ কর্মী হিসেবে জার্মানিতে কর্মরত। ( §19 AufenthG) ২. যাদের স্বামী/ স্ত্রী গবেষক হিসেবে কোনো বিশ্ববিদ্যালয়ে অথবা প্রতিষ্ঠানে কর্মরত। (§ 20 AufenthG) ৩. স্ব-নির্ভর। মানে নি