আজ আলোচনা হবে যে যাদের জন্য ফ্যামিলি রিইউনিয়ন/ স্পাউস ভিসা পেতে জার্মান ভাষার প্রয়োজন হবে না। কারণ, ব্যাপারটা অনেকসময়ই সমস্যার/ দ্বন্দের সৃষ্টি করে।
মে ২০২০ অনুসারে, ঢাকায় জার্মান এমব্যাসি শুধুমাত্র Goethe institut Bangladesh থেকে ইস্যুকৃত সনদ ভিসা প্রক্রিয়ায় গ্রহণ করে থাকে। স্পাউস/ ফ্যামিলি রিইউনিয়ন ভিসা পেতে প্রার্থীকে Start Deutsche A1 (যাকে আমরা German A1 নামে চিনি) সম্পন্ন করতে হয়। তবে কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যায়।
সাধারণত যে সব আবেদনকারীর শারীরিক অসুস্থতা, প্রতিবন্ধকতা অথবা মানসিক সমস্যা রয়েছে যা তার ভাষার জ্ঞান অর্জনের অন্তরায়। এসব ক্ষেত্রে তাকে যথোপযুক্ত প্রমাণ অথবা মেডিকেল সার্টিফিকেট প্রদর্শণ করতে হবে।
এই চার ধাপ তাদের জন্য যারা জার্মানিতে যাওয়ার পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেনঃ
১. যাদের স্পাউস দক্ষ কর্মী হিসেবে জার্মানিতে কর্মরত। ( §19 AufenthG)
২. যাদের স্বামী/ স্ত্রী গবেষক হিসেবে কোনো বিশ্ববিদ্যালয়ে অথবা প্রতিষ্ঠানে কর্মরত। (§ 20 AufenthG)
৩. স্ব-নির্ভর। মানে নিজে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করলে যেটা জার্মানিতে রেজিস্টারকৃত। (§ 21 AufenthG)
৪. রাজনৈতিক আশ্রয় প্রার্থী হলে অথবা প্রতিষ্ঠিত শরণার্থী হলে। (§§ 25 Abs. 1, Abs. 2 and 26 Abs. 3 AufenthG)
এই ধাপে আলোচনা হবে যারা বিদেশী হিসেবে জার্মানিতে অবস্থান করছেন। বিয়ের সময়কাল এই ধাপে অপ্রাসঙ্গিক/ প্রয়োজন নেইঃ
১. EU Blue Card ধারী। (§ 19a AufenthG)
২. জার্মানিতে বসবাসরত ইউরোপের অনান্য দেশের নাগরিক।
৩. জার্মানিতে যাদের বসবাসের ধরণ অস্থায়ী। যেমনঃ স্কলারশীপ ধারী, প্রবাসী কর্মী ইত্যাদি।
(ব্র্যাকেটে “§” মাধ্যমে ভিসা ক্যাটাগরি/ গ্যাজেট অনুসারে আইনের উল্লেখ আছে।)
Author: MD Zobaidur Rahman
Comments
Post a Comment