Skip to main content

দূতাবাসের সিদ্ধান্ত/ Visa Rejection হলে যেভাবে আপিল/ Remonstration করবেন

Reasons for Your Laos eVisa Was Refused | Lao Visa Rejected Reasons
আপনি যদি আপনার ভিসার সিদ্ধান্তে সন্তুষ্ট না হন তবে দূতাবাস আপনাকে আপিল বা Remonstrate (প্রতিবাদ) করার সুযোগ দেবেন। এর জন্য আপনি দূতাবাস নির্ধারিত কিছু সময় পাবেন Remonstrate বা আপিল করার জন্য। তাই, ভিসার সিদ্ধান্ত আপনার পক্ষে না গেলে কিংবা সন্তুষ্ট না হলে ভেঙ্গে পড়ার কিছু নেই। আপনি যদি নিজেকে সঠিক মনে করেন এবং এই সিদ্ধান্তকে অযৌক্তিক ভাবেন তবে আপিল করুন। এর জন্য কোনো উকিল বা আইনজীবির শরণাপন্ন না হওয়াই শ্রেয়। এতে অর্থ এবং সময় দুটোই বাঁচবে। আপিলের জন্য নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তারপরও আমি একটা নমুনা লেখার চেষ্টা করেছি। আপনাদের সুবিধার্থে আমি এই নমুনা/ ফরমেট দিয়েছে যে কিভাবে আপনি আপিল করতে পারবেন তা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি।
এরজন্য আপনাকে প্রথমেই একটি চিঠি লিখতে হবে। আপনি কি কারণে মনে করেন যে দূতাবাসের সিদ্ধান্ত অযৌক্তিক এবং পূর্নবিবেচনা করা উচিত। তবে চিঠিটি যতটা ছোট (২ পৃষ্ঠার মধ্যে লেখা ভালো) করে লেখা যায় ততটা ভালো।

ছবিতে দেওয়া নমুনা অনুসারে প্রথমে আপনার ব্যাক্তিগত তথ্য দিতে হবে। পরের প্যারাগ্রাফে/ অংশে আপনার ভিসা কেনো বাতিল হয়েছে এবং আপনি বিশ্বাস করেন যে দূতাবাস কর্তৃক আপনার ভিসা সিদ্ধান্ত সঠিক নয়। এবং শেষ প্যারাগ্রাফ বা অংশে আপনি সঙ্গতিপূর্ণ তর্ক ও যুক্তি তুলে ধরতে পারেন। তবে অবশ্যই ভাষার দিকে নজর রাখবেন। দূতাবাসকে সঠিক তর্কের মাধ্যমে উপলব্ধি করাতে হবে যে তাদের দেওয়া সিদ্ধান্ত সঠিক নয়। সর্বশেষে আপনাকে চিঠির শেষাংশে বলপেনের মাধ্যমে নিজের স্বাক্ষর দিতে হবে। সাধারনত, চিঠিটি একটি খামে ঢুকিয়ে দূতাবাসের ঠিকানায় ডাকযোগে/ By Post অথবা সরাসরি নিজেই গিয়ে দূতাবাসের গেটে জমা দিলেই হবে। তবে দূতাবাস এই ধরণের চিঠি ইমেইলে পাঠালে তা অনেকক্ষেত্রেই গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয় না। তবে সবচেয়ে ভালো হয় ইমেইলে যোগাযোগ করা। কারণ প্রতিনিয়তই নিয়ম বদলাচ্ছে।
Author: MD Zobaidur Rahman

Comments

Popular posts from this blog

যারা জার্মান ভাষা ছাড়াই স্পাউস/ ফ্যামিলি রিইউনিয়ন ভিসায় আবেদন করতে পারবেন

আজ আলোচনা হবে যে যাদের জন্য ফ্যামিলি রিইউনিয়ন/ স্পাউস ভিসা পেতে জার্মান ভাষার প্রয়োজন হবে না। কারণ, ব্যাপারটা অনেকসময়ই সমস্যার/ দ্বন্দের সৃষ্টি করে। প্রথমেই বলে নিই, আমার সব তথ্য German Embassy Dhaka থেকে নেওয়া। কোনো ভুল্ভ্রান্তি হলে কমেন্টে জানান। মে ২০২০ অনুসারে, ঢাকায় জার্মান এমব্যাসি শুধুমাত্র Goethe institut Bangladesh থেকে ইস্যুকৃত সনদ ভিসা প্রক্রিয়ায় গ্রহণ করে থাকে। স্পাউস/ ফ্যামিলি রিইউনিয়ন ভিসা পেতে প্রার্থীকে Start Deutsche A1 (যাকে আমরা German A1 নামে চিনি) সম্পন্ন করতে হয়। তবে কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যায়। সাধারণত যে সব আবেদনকারীর শারীরিক অসুস্থতা, প্রতিবন্ধকতা অথবা মানসিক সমস্যা রয়েছে যা তার ভাষার জ্ঞান অর্জনের অন্তরায়। এসব ক্ষেত্রে তাকে যথোপযুক্ত প্রমাণ অথবা মেডিকেল সার্টিফিকেট প্রদর্শণ করতে হবে। এই চার ধাপ তাদের জন্য যারা জার্মানিতে যাওয়ার পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেনঃ ১. যাদের স্পাউস দক্ষ কর্মী হিসেবে জার্মানিতে কর্মরত। ( §19 AufenthG) ২. যাদের স্বামী/ স্ত্রী গবেষক হিসেবে কোনো বিশ্ববিদ্যালয়ে অথবা প্রতিষ্ঠানে কর্মরত। (§ 20 AufenthG) ৩. স্ব-নির্ভর। মানে নি

My Experience: Bangladesh Machine Readable Passport (MRP)

Here I will share the reality that I experienced. An MRP Bangladesh passport costs 3450/= Bangladesh Taka (bank draft). My delivery method was normal. ➤ Passport timeframe 2019: 12 February - application submission 24 February - Call from a Special Police branch Officer (for Police Verification) 25 February - Special Branch Officer meet (for Police Verification) 5 March - Pending for Deputy Director/ Assistant Director 6 March - Passport personalization 4 April - Printing succeed 6 April - Quality Check Successful & ready to dispatch 8 April - Delivered to the Regional Passport Office 8 April - Passport is Ready to Deliver, Pending for issuance 9 April - Received from the Regional Passport Office** Here you can get details to step by step:

বিনা খরচে HSC এর পর বাংলাদেশ থেকে জার্মানিতে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা

জার্মানিতে মোট ৩৬ টি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় রয়েছে। আমাদের দেশে M.B.B.S. ডিগ্রীকে  জার্মানিতে  M.D. (Doctor of Medicines) বলা হয়ে থাকে। বিনা খরচে পড়াশোনা ও বিশ্বমানের শিক্ষা, পৃথিবীতে অন্যতম সেরা  চিকিৎসা ব্যবস্থা ও নতুন নতুন  গবেষণার জন্য অনেকেই  চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনার জন্য  জার্মানিকে বেছে নেয়। এই কোর্স সাধারনণত ৬ বছর ৩ মাস মেয়াদি হয়। জার্মানিতে  চিকিৎসাখাতে বর্তমানে প্রচুর দক্ষ জনবল দরকার।  জার্মানিতে  চিকিৎসকরা গড়ে  অন্য যে কোনও একাডেমিক শাখার স্নাতকদের (Gradu চেয়ে বেশি বেতনে কাজ করেন।  ক্যারিয়ারের শুরুতেই একজন ডাক্তার গড়ে বছরে ৫২,০০০ € আয় করেন যা সময়ের সাথে সাথে অনেকগুণ বৃদ্ধি পেতে পারে। (Source: Make it in Germany) Entry Requirement/ নূন্যতম যোগ্যতাঃ 👉HSC+ Studienkollegs+  জার্মান ভাষার স্তর C1/ C2 Level+   Festellungspr ü fung Test (University Entrance exam)= Medical university in Germany (সহজে বোঝার জন্য Bangladesh থেকে ছাত্র/ ছাত্রীদের জন্য ধাপে ধাপে দেয়া আছে) (Studienkollegs এ পড়তে চাইলে কিছু ক্ষেত্রে German language level B1/ B2 থাকলে ভর্তি হওয়া যায় তবে এটা বিশ্ববি